Saturday, July 20, 2024

আরশি -- দেবাশীষ চ্যাটার্জী

 আরশি  
 দেবাশিষ চ্যাটার্জী 
19/07/2024 
আয়নায় গিয়ে মুখ দেখি যখন
চোখের কোনেতে জল
চাপা হাসি হেসে দর্পণ বলে
ভালবাসা বিষ ফল ।

এক মনে একা বেঁধে ছিলি বাসা
বুক ভরা ছিল সুখ
এখন আয়না প্রতিচ্ছবি  দেয়
পাশাপাশি দুটি মুখ ।

প্রেমের আড়ালে ছলনা মিশিয়ে
ভালোবাসায় দিলি ধোঁকা
নিজেকে চালাকের আকাশে উড়িয়ে
আমায় সাজালি বোকা ।

সহজ মানেই বোকা তারা নয় 
এমন ভাবনা মিছে
ছলনার মন ভাবে অনুক্ষণ
আরো বেশী পাওয়ার আছে ।

জানিনা এখন কেমন আছিস
নূতন কে ভালবেসে
যদি কোনোদিন আর দেখা হয় 
লজ্জা ঢাকবি কিসে ?

আয়নায় আমি মুখ দেখিনা
ভুলে থাকি প্রেম আদর
কাঁচের টুকরো ভাঙা দর্পণ
চিরে দেয় বুক পাঁজর।

বলেছিলি ভালো সদাই থাকবি
মিটে যাবে যতো আশা 
তবে কেনো আজ ভাঙ্গা মন তোর 
কেনো এই দুর্দশা ?

No comments: