Friday, July 19, 2024

কাজ করে দেখাতে হবে -- চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

  কাজ করে দেখাতে হবে
  চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  ১৭/০৭/২৪
রবীন্দ্রনাথ বলতেন শুধু কলম ধরে, ভাষণ মেরে
টাকা-পয়সা দান করে , সমাজের উপকার হয় না,
মানুষের কাছে যেতে হয় , তাদের ব্যথা বুঝতে হয়
তাদের জাগ্রত করে কাজ করার চাই পরিকল্পনা।

মানুষের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে, তার বিকাশে
বাইরের বৃহৎ শক্তির কাছে তাকে তুলে ধরতে পারলে
ক্ষুদ্র মনুষ্য শক্তির বৃহৎ রূপ আমরা দেখব অপরূপে
তাই কাজ করে দেখাতে হবে সমাজের উন্নতি চাইলে।

বিবেকানন্দেরও তো সেই একই কথা , চাই প্রগতি
প্রগতি হল বাইরের ও ভিতরে, উভয়ের মিলনের
এক সুন্দর শক্তির বিকাশ যার ফলে উন্নতির প্রকাশ
পরিবার - সমাজ - দেশ - জাতির পথ উত্তরণের ।

কিন্তু এখন মানুষের পাশে কত জনা মানুষ আছে
মানুষ রয়েছে অনেক দূরে প্রকৃত মানুষের কাছ থেকে
দেহ মন সব যেন ধীরে ধীরে কোথায় যাচ্ছে সরে
রয়েছে সুন্দর মুখোশ পরে শুধু কৃত্তিমতায় ঢেকে!

অনেকের প্রশ্ন - কাজ কোথায়, কাজ করতে বলছো যে হায়
যদি কাজ করতে এগিয়ে যাই, কেউ সহযোগিতা করে না।
আগে ঘরের কাজ করে দেখাও , তবে তো বাইরে যাও
নিজের ঘর সামলাতে না পারলে অন্যেরা কেউ শুনবে না।

No comments: