Tuesday, July 30, 2024

ঈশ্বর আজ আর নেই -- অরুণ কুমার মহাপাত্র

ঈশ্বর আজ আর নেই 
অরুণ কুমার মহাপাত্র 
২৯/০৭/২০২৩
নিষাদের তীরে হত প্রেমিক ঈশ্বর
চিদাকাশ ফুঁড়ে চলে যায় জীবন 
থেমে যায় যাদুবাঁশির সুর আর গান 
একাল পরকাল সেকাল সবই মুছে যায় 
যেতে তো হবেই...
মৃত্যু উপত্যকায় বাঁশি বাজলে যেতে হবে
যেতে তো হবেই...
হতে পারেন ঈশ্বর 
এটাই নিয়তি...
শরীর জুড়ে শলাকার তীব্র জ্বালা 
সে এক রক্তাক্ত খবর
নিটোল এক কবিতা 
কবিতার রঙ মানুষের রঙের মতো 
ঈশ্বর আজ আর নেই....
ঈশ্বর নেই তবুও আছেন সবচেয়ে বেশি তোমার আমার মাঝে...
পূর্ণিমার বোষ্টমী চাঁদে সঙ্গী হন তিনি 
চাঁদভাসি মধ্যরাতে...
রসকলির তিলক এঁকে চলো যাই তবে রূপসায়রের সাধন পথে...
অবেলায় দোল দিলে জাগে নিধুবন
পেলেও পেতে পারি সাধন শেষে মধ্যযামে
যদি দ্বিধা হন তিনি...  ।

No comments: