Saturday, July 20, 2024

উপলব্ধি -- গৌতম কুমার চক্রবর্তী

 উপলব্ধি 
গৌতম কুমার চক্রবর্তী 
 ১৯.০৭.২০২৪
প্রেম ছাড়া কোনো ভাবেই জীবন চলেনা 
তাই প্রতিদিন প্রকৃতির প্রেমে পড়ি ...
রূপ রস আর গন্ধে প্রকৃতির ভালোবাসা 
আমার মন ভরিয়ে দেয় ! 
প্রেম ছাড়া কোনো ভাবেই বাঁচতে পারিনা 
তাই নিয়ম করে পশু পাখির প্রেমে পড়ি ...
ওদের প্রেমে কোনো শর্ত বা স্বার্থ নেই 
আছে শুধু অফুরান ভালোবাসা !
মানুষের প্রেমে পড়ে দেখেছি ...
শর্ত আর স্বার্থ ছাড়া ভালোবাসা হয়না !
মানুষকে ভালোবেসে পাহাড় প্রমাণ 
দুঃখ উপহার পেয়েছি ...
যা আজও মনে পড়লে শিউরে উঠি !
যখন প্রতি রাতে অব্যক্ত যন্ত্রণা 
অনুভব করি তখন সাহিত্যের প্রেমে পড়ে 
জীবনবোধ শিখতে থাকি ...
মন খারাপে একাকিত্ব ভুলে থাকতে 
সঙ্গীতের প্রেমে পড়ি ...
সুরের মূর্ছনায় মনের মাঝে 
শান্তির রসদ খুঁজে পাই ! 
এভাবেই বারবার প্রেমের আবর্তে 
ঘুরতে ঘুরতে বিজ্ঞানের প্রেমে পড়ে 
জানতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য !
তবু আজও  স্বপ্নের ঘোরে 
কোনো এক মায়াবী আলোয় ... 
এক নারীর প্রেমে মন আকুল হয়ে পড়ে !
আজও বুঝিনা তার রহস্য ...
অনুভূতির ছোঁয়ায় খুঁজে পাই তারে 
শুধুই  অনুভবে ... 
বারেবারে অনুভবে কাছে পাই তারে ... 

No comments: