ভাগ্যহীন
অরবিন্দ সরাক
১৯/০৭/২০২৪
আমি যদি মুক্ত পাখি হতাম তবে
বহুদূরে নীল আকাশে,
উড়ে যেতাম সেথায় খুবই জোরে
সুন্দর স্নিগ্ধ বাতাসে।
আমি বাস করি বদ্ধ খাঁচার মধ্যে
যেখানে দরজা বন্ধ,
প্রবেশ করে না যেখানে কোনদিন
সুন্দর ফুলের গন্ধ।
মৃত লাশের মতো পড়ে আছি সেথা
স্বাধীনতা কোন নেই,
সেথা থেকে কোন আলোর ঠিকানা
দেখতে পাবেনা কেউ।
আমার মতো হতভাগার খবর কেউ
জানবেই না কোনদিন,
এই সব কারণেই নিজেকে মনে হয়
ভীষণ রকয় ভাগ্যহীন।
No comments:
Post a Comment