Monday, July 29, 2024

এমন কি হতে পারে না -- চাঙমা বিনয় যমুনা

এমন কি হতে পারেনা?
 চাঙমা বিনয় যমুনা
২৮/০৭/২০২৪ 
মানুষে মানুষে থাকবেনা কোন বিভেদ
চির শান্তির সুবাতাস বহিবে অবিরাম
ছড়াবেনা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প
দুঃখ বেদনা চিরতরে হবে অন্তর্ধান।

থাকবেনা হিংসা,বিদ্বেষ,লোভ,লালসা
যতোসব মোহ আর বিকৃত কামাচার
একে অপরের প্রতি থাকবেনা ক্ষোভ
হিংসানলে পুড়ে পৃথিবী হবেনা ছাড়খার।

স্বার্থান্ধ হয়ে কেউ করবেনা মানবসম্পদ
নির্দ্ধিধায় অহরহ অবাধে আর লুটপাত
কেউউ করবেনা ধ্বংস আর কখনো
এই পৃথিবীর সর্বশ্রষ্ট প্রাণী মানবজাত।

গর্জে উঠবেনা আর পৃথিবীতে মারনাস্ত্র
যতোসব ভয়ার্ত বিধ্বংসী কামানের গোলা
পরিবেশ বিপর্যয়ের যতোসব  কর্মকাণ্ড
পৃথিবীতে আর কখনো হবেনা তোলা।

পথে ঘাটে,মন্দির,উপাসনালয়ে আর
অবাধে কখনো মানুষ হবেনা বলী
সৃষ্টিকর্তার হাতে গড়া সুন্দর পৃথিবীটাতে
হিংসার আগুন কখনো উঠবেনা জ্বলি।

পুড়বেনা গ্রাম,লোকালয়,আরাধ্য মুর্তি
সবকিছু হারিয়ে মানুষ হবেনা সর্বহারা
প্রেম,ভালবাসা,বিবেক,মনুষ্যত্ববোধ
মানুষের মনে প্রতিনিয়ত দিবে সাড়া।

ভন্ডরা হয়ে যাবে সাধু চিরতরে তারা
দুর্নীতির বেড়াজাল চিরতরে যাবে ছিঁড়ে
জঙ্গী,সন্ত্রাসসহ যতোসব রয়েছে কুকর্ম
থাকবেনা আর কখনো সমাজকে ঘিরে।

রক্ষক কখনো আর হবেনা ভক্ষক
বিচারকেরা নিয়ত করে যাবে সুবিচার
বিচার প্রত্যাশীরা কখনো হবেনা বিমুখ
বিচারের বাণী নিভৃতে কাঁদবেনা আর।

রাজনীতি,ধর্মনীতি নিয়ে চলবেনা ব্যবসা
যার যার ধর্ম সবে করবে প্রতিপালন
যতোসব বিভেদ ভুলে ভালবাসার বন্ধনে
পড়বে বাঁধা প্রতি জনে জন।

No comments: