Thursday, July 11, 2024

আমি অজ্ঞান , দান করি জ্ঞান -- নেপাল চন্দ্র বিশ্বাস

 আমি অজ্ঞান,দান করি জ্ঞান  
 নেপাল চন্দ্ৰ বিশ্বাস 
 ১০.৭.২৪
প্রতিটি জিনিসের সংশোধন আছে 
সংশোধন করা কঠিন তো নয়,
জীবন ছোটো নয় তা বোঝা দরকার 
জ্ঞানীরাও ভেঙে পড়ে সময় সময় ।

স্বল্প জ্ঞানী সদা অল্পে হাল ছাড়ে 
বিজ্ঞ সর্বদা জয় করে সব,
বিজ্ঞের তুলনা বিজ্ঞ সনে হয় 
বিজ্ঞ মনুষ্য শব্দে নীরব ।

বিজ্ঞতা-য় জ্ঞানী শান্ত সুস্থির 
মূর্খেরা লাফায় পুঁটি মাছ যথা, 
কর্মকালে এরা বাধায় জঞ্জাল 
নয় ছয় কর্ম করে সর্বথা ।

জ্ঞান-ই সর্বদা জয় করতে পারে 
অধরা জগতের দুর্গম স্থান, 
অজ্ঞানী কখনো কৃতকার্য্য নয় 
সঙ্কল্পে তার সদা পিছটান ।

জ্ঞান বৃদ্ধি করো জ্ঞান অস্ত্র ধরো 
জয় করো বিশ্ব জ্ঞানের প্রভাবে,
ভয়শূন্য হয়ে নির্বিঘ্নে চলো 
উচ্চ স্থান তুমি সর্বদা পাবে ।

সকলের মধ্যে সকলের সাধ্যে 
থাকো তুমি সর্ব মননের মাঝে,
তাহলেই বিশ্বে এসে যাবে শান্তি 
কেটে যাবে ভ্রান্তি সুস্থির কাজে ।

No comments: