Thursday, July 11, 2024

দুর্বলের লড়াই -- মৃণাল কান্তি রায়

দুর্বলের লড়াই
মৃণাল কান্তি রায় 
২১/০৫/২০২৪
ধ্বনিতেছে ধ্বনিতেছে  দিকে দিকে বলিতেছে
            চলিতেছে অঘোষিত লড়াই,
স্বার্থবাজ ধান্দাবাজ লাভ-মোহের ফরাজ
          অসত্যের করিতেছে বড়াই। 
লুকোচুরি লুকোচুরি যত শত ঘরবাড়ি 
         বিভক্তিতে বিভক্তিতে ছয়লাপ,
চাঁদার চাঁদার প্রীতি উবে গিয়াছে সম্প্রীতি
       দিকে-দিকে চলিতেছে সংলাপ। 
প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান আর যত অনুষ্ঠান 
           সফল ভাবেই বিভক্তি,
ফায়দায় ফায়দায় কায়দায় কায়দায়
           লাভে-লাভেই আসক্তি। 
লোকবল জনবল বল বল বাহুবল
          ধরাতে অস্বস্তি বিরাজিত,
হিংগায়-হিংসায় আর যত প্রতিহিংসায়
          চলিতেছে অস্বস্তির কাহন,
সিংহে-সিংহের লড়াই যুগপৎ বুদ্ধি জানাই
          শোনে কী কেউ কারোর বারন?
কাল-কাল মহাকাল সব দিক বেসামাল
          লক্ষ্য-উদ্দেশ্যের জাগরণ,
টিপছাপ স্বাক্ষর ব্লাকমেল জব্বর জব্বর
         সীলে-সীলে দায়িক-দেনা চারণ। 
কিস্তি আর কিস্তি সব দিকে ফিরিস্তি
         অলৌকিক যত সব কাণ্ড,
অবিশ্বাস্য অবিশ্বাস্য হাস-পরিহাস তোষ্য
        রাখিবার যত স্থান ভাণ্ড!
গোল্লায়-গোল্লায় সম্প্রীতি ছাড়ায়
      আগেভাগে ভাগগুলো বাড়ায়,
হিল্লোল আর হিল্লোল কল্লোল আর কল্লোল
           ঊর্মির ন্যায় ধাবমান,
দলছুট দলছুট সব কুলে গোল্লাছুট 
          বেগে-বেগেই বেগবান। 
নীরব নীরব যুদ্ধ দেশজ ভূমির অব্দ
         ভোগ-বিলাসের তাড়া,
বানায় বানায় নাম যত যত আকাম
        পাল্লায়-পাল্লায় ভারী,
নিরাকার আর সাকার লড়াইয়ের আকার
        সবদিকে ধ্বনিতেছে ধ্বনিতেছে,
এন জিও আর এন জিও কিস্তির ফলিও
       ওলট-পালটের মহাজের,
নিষ্কাম আর সকাম কর্মে-কর্মে বেকাম
       সবল-দুর্বলের মহাঘের। 
পরিশিষ্ট পরিশিষ্ট অবশিষ্ট অবশিষ্ট 
        মান দেয়া মান নেয়া কাণ্ড,
সবলে-সবলে অবিচার কণ্ট্রোলিত সব আচার
          রাখবার ভাণ্ডের ভাণ্ড। 
খিল খিল মহাখিল অমিল-অমিল
         না-ই তা-ই কারোর দিল,
সুবিচার অবিচার পাল্লাতে লাগাতার
       কুড়িটি বছরের সীল। 
সবল-দুর্বল ভাব পাণ্ডাদের প্রাদুর্ভাব 
        চলিতেছে মহা আলোড়ন,
প্রভাব-প্রতিপত্তি যেমন সুবিধা ফায়দা তেমন
      বোঝাটা সময়ের প্রয়োজন। 


No comments: