Thursday, July 4, 2024

বিশ্ব ভ্রাতৃত্ব -- মোঃ নূরুল ইসলাম

  বিশ্ব ভ্রাতৃত্ব
  মো: নূরুল ইসলাম
   ০৩/০৭/২০২৪
    মৃত্যুরে নাহি করি ভয়,
    আসুক প্রলয়।
    ধুয়ে মুছে যাক হিংসা দ্বেষ,
    যত সব ভেদাভেদ জাতি বিদ্বেষ।
    মানুষের রূপ ধরি দাঁড়ায়ে শয়তান,
    বিরাজিছে বিশ্বময় ভাবে বলীয়ান।
    দেশ দেশান্তরে দাঁড়ায়ে হিংস্ররূপে,
    লোভ লালসা উঁকি দেয় বিদ্রুপে।
    ধ্বংস যজ্ঞ ঘৃত দ্রব্য আরও কতো,
    প্রস্তুত রয়েছে শত শত।
    ধ্বংসের উল্লাসে বিপুলা আয়োজন,
    মৃত্যূকে ভয় তার নাহি প্রয়োজন।
    জাগ্রত হোক বিশ্ব মাতা,
    বিনিদ্রিতা শুনি মিষ্টভাষ।
    কহিবে না উচ্চ রবে ঘৃণ্য ভাবে,
    ছাড়ি সব পরিহাস।
    সকলের তরে আপনারে লয়ে,
    মানব রূপে সকলকে দেখে দাঁড়ায়ে।
    সামনে দেখে তার ভাই,
    করে হানাহানি মত্ততা,
    জেগে ওঠে মানবতা পবিত্রতা।
    প্রেম ভালোবাসা ছাড়া,
    এ জগতে বাকি কিছু নাই।

  

No comments: