Friday, July 5, 2024

ভরা থাক -- নিবারণ চন্দ্র দাস

ভরা থাক 
নিবারণ চন্দ্র দাস 
০৪/০৭/২০২৪
সম্পর্কের ভাঙাগড়া জীবনের অঙ্গ,
পরাজয় আশঙ্কায় রণে দেব ভঙ্গ?
যুঝিতে যুঝিতে যবে জীবন যাপন,
যুদ্ধ দাঙ্গা ছেড়ে করি বসে আলাপন।

সংসার পারাবার কারাগার নয়,
সন্তরণ জানো যদি নাই কোন ভয়।
বাসন কোসনে হয় কত ঠোকাঠুকি,
সূর্য বিনা ফোটে বুঝি কভু সূর্যমুখী?

মনোজনে কষ্ট যদি দিই অবিরত,
উবে যায় শান্তি স্থিতি জীবনের মত।
দূরত্ব সে দূর নয় মানসিক বোধ,
সম্পর্কের মাঝে গড়ে লক্ষ অবরোধ।

লভিনু মানব প্রাণ ধরণীর 'পরে,
আনন্দ হাসি গান থাক চিরতরে।
জীব সেবা করে যাই সমগ্র জীবন,
পাষাণের বুকে করি প্রাণ সঞ্জীবন।
                   :::-:::

No comments: