Monday, July 22, 2024

হ য ব র ল -- সমর কুমার বোস

  হযবরল 
  সমর কুমার বোস 
  ২০/০৭/২০২৪
  অসীম শূণ্য গহ্বরে অতি ভঙ্গুর সোপান,
  বৈরাগ্যের ছত্রছায়ায় বিষন্নতার চাপান।
  বাঁধনহারা নজরকাড়া পরশ উচ্ছলতার,
  পাগলপারা ছন্নছাড়া নীরস প্রগল্ভতার।
  সুরার নেশা বেহাল দশা পিঞ্জরেতে বন্দী,
  বিহ্বলতার রুদ্ধ দুয়ার মনে আঁটে ফন্দি।
  স্বর্ণ হরিণ বর্ণ মলিন নীরব কাতর দৃষ্টি,
  মেঘের বাঁধন মন উচাটন অপরূপ সৃষ্টি।
  অস্থিরতার ঘোর প্যাঁচ জীবন যুদ্ধে রত,
  মন ফাগুন উদাস স্বপন ভাসে কতশত।
  বিলাসিতার বৈভবতার সাঙ্গ হল খেলা,
  তাচ্ছিল্যের আবহে স্বৈরাচারী অবহেলা।
  মরণ ভয় কন্টকময় পথ সুনসান ফাঁকা,
  যদি পৌছায় তবে ওড়ায় বিজয় পতাকা।

No comments: