বাবু মশাই
কল্যানী ব্যানার্জ্জী
২.৭.২৪
শুনছো নাকি বাবু মশাই
আমরাও তো মানুষ।
নেই আমাদের গাড়ি ঘোড়া ;নেই তো ভালো পোষাক জোড়া
রোজ খেটে যে খাই গো মোরা ;দিনের শেষে এসে ;
তাইতো মোদের জামা কাপড় যায় যে ঘামে ভিজে।
ঘাম ঝরিয়ে খেতে যে হয় ;সংসার চলে তাতে।
কোথায় পাবো ভালো পোষাক
সুগন্ধির সাথে।
আর আমি? আমার কথা কি বলব
থাকি ফুটপাথেতে পড়ে
মানুষ বলে ভাবেনা কেউ যায় যে লাথি মেরে।
বিরক্ত হয় যে সবাই সেটাও তো বুঝি
কি করব বলো আমরা মাথার উপর নেই তো ছাদ
পলিথিনকেই মানি।
আজকে এখানে কাল ওখানে এমনি করেই বাঁচি।
তবুও যে মানুষ আমরা ;তোমরা বোঝনা
মানুষ বলে তোমরা আমায় মনেই কর না।
জন্ম হোলো গরীব ঘরে খেটে খেতে হবে
পড়াশোনা জানিনাতো খাটি খালি গায়ে।
কারোর বা জন্ম হোলো ফুটপাথের ধারে
কেযে তার পিতা কেউ প্রশ্ন নাহি করে
সেখানেই যে বেড়ে ওঠা জীবন যাপন।
নামকরণ ও হয়না আমার অনামি যে আমি
এই ভাবতেই থাকি বেঁচে জানেন অন্তর্জামি।
আমাদের ও আছে কষ্ট ;আছে সুখ দুঃখ যন্ত্রণা
স্বপ্ন যে আমাদেরও আছে
আছে ঝুপড়িতে শুয়েও কল্পনা।
উপর থেকে দেখে শুধু বিচার কোরোনা।
হয়তো সুযোগ পেলে আমিও হতাম তোমার মত বাবু।
ভাগ্য মোদের করে রেখেছে সব কিছুতেই কাবু।
1 comment:
অতি চমৎকার লিখেছোন শ্রদ্ধেয়া কবি।
Post a Comment