Wednesday, July 3, 2024

ভাঙা গড়ার খেলা -- মোঃ বদরুল হুদা

 ভাঙা গড়ার খেলা
মোঃ বদরুল হুদা
০২-০৭-২৪
ভাঙা গড়ার খেলার মাঝে
কাটছে সবার জীবন কাল,
দুখ সাগরে ভাসছে কেহ
ভাঙছে কারো সুখের ডাল।

শান্তি মনে রয় না সেথায়
দুখ যেখানে করে বাস,
কষ্ট জ্বালায় জ্বলে জীবন
তিলে তিলে হয়ে যে নাশ।

ভাঙা গড়ার এই জীবনে
কারো জীবন পায় না কূল,
হতাশাতে জীবন কাটে
দুঃখ হলো তারই মূল।

কারো জীবন সাগরেতে
উঠে কভু প্রবল ঝড়,
মনের শান্তি নষ্ট করে
ভাঙে কারো সুখের ঘর।

আঁধার কেটে কারো জীবন
দেখে কভু আলোর মুখ,
দুঃখ কষ্ট দূর হয়ে সব
বিরাজ করে সেথায় সুখ।

জীবন চলা থামে না তো
ভাঙা গড়া তাতে রয়,
কেউ তো হাসে কেউ তো কাঁদে
কান্না হাসি সঙ্গী হয়।

No comments: