এবার সমুদ্র হও তুমি
অরুণ কুমার মহাপাত্র
১৫/০৭/২০২৪
দুম করে এসে গেল বৃষ্টিটা
বৃষ্টির প্রথম ফোঁটায় শরীর জুড়ে
শিহরণ...
চঞ্চল শিরা ধমনী
কেঁপে উঠলো দেহতন্ত্রী
পেশিতে ঝলসে ওঠে বিদ্যুৎ
নাভিমূল বেয়ে নেমে আসে
চোরা স্রোত.....
আঃ !! তীব্র এক শরীরী উন্মাদনা !
বৃষ্টির শৃঙ্গার শেষ ।
সিক্ত বসন ভেদ করে সুঠাম
তনু প্রকট ।
টানটান যৌবনে মাদক আকর্ষণ ।
শিল্পীর তুলিতে টানা মোহময়
অবয়ব ।
হ্যাঁ , নীরা টেনে নিয়ে গেল আমায়
তার বালিকা বেলায়....
আমার শরীর জুড়ে মাতনের
দ্রিমি দ্রিমি....
আদিম সৌরভে কাঁপে ঝাউবন ।
রীনা ফিসফিস করে বলে বন্ধু
এবার সমুদ্র হও তুমি...
এখন দু'জন জ্যোৎস্না মেখে জ্যোৎস্না
হয়ে পাশাপাশি শুয়ে.... ।
No comments:
Post a Comment