Monday, July 15, 2024

স্বস্তি -- বরুন কুমার বিশ্বাস


 স্বস্তি
 বরুন কুমার বিশ্বাস
গাঙের জলে গান ধরেছে
কোলা ব্যাঙের ছানা,
শিঙি মাগুর শিং উঁচিয়ে
করলো তারে মানা।

কাতলা এসে কানটি মূলে
যেই ধরেছে টুঁটি,
চিত সাঁতারে চিতল এসে
করে হেসে লুটোপুটি।

একখানা বক একা সেথায়
দাঁড়িয়েছিল ধারে,
ব্যাক ভলিতে ব্যাঙের ঠ্যাঙে
ল্যাং মারলো জোরে।

কোলার মামা কোথা থেকে
লাফিয়ে এসে বলে,
বড্ড বেজায় বাড় বেড়েছ
যত বখাটে ছেলেপুলে।

সাধছে গলা সাধের ভাগ্নে
না-হয় একটু জোরে,
রাজার প্রিয় রাজকন্যা নিজে
করেছে বিয়ে তারে।

খবর পাঠায় খাস পেয়াদা
নিমেষে রাজার কাছে,
মাগুর মাছে মেরেছে ল্যাং
চ্যাং মেরেছে পিছে।

রেগে আগুন রাজ মহিষী 
রাজাকে বলল হেঁকে,
তুমি দেখ তোমার জামাইকেই
মেরেছে চাটি লোকে।

রাজার গিন্নি রাগের বশে
চলল বাপের বাড়ি,
মন্ত্রী ধরাল মহিষীর হাতে
মিষ্টি দইয়ের হাঁড়ি।

রাজা এলো রাগ থামাতে
এমন খবর শুনে,
রাজার কোলে রানী লজ্জায়
ঘোমটা দিল টেনে।

No comments: