Sunday, July 28, 2024

অরাজকতা -- দুলাল চন্দ্র দাস

অরাজকতা 
দুলাল চন্দ্র দাস
২৭/৭/২৪
উল্টো দেশের উল্টো নিয়ম  উল্টো সকল কথা,
পড়া শোনা শিঁকেই তোলা    মনেতে নাই ব্যথা।
মদ খেলেই বুদ্ধি বাড়ে         বিড়িতে নাকি জ্ঞান,
পড়া শোনা দিচ্ছে ছেড়ে    টাকার প্রতি ধ্যান।

খিদের জ্বালায় মরছে শিশু  চাকরি দেশে নাই,
যুব সমাজ বেকার জ্বালায়  পথে পথে বেড়ায়।
খেলছে জুয়া সাট্টা ও সাথে  পঙ্গু ছাত্রের দল,
শিক্ষা কাঁদে পথের ধূলায়   ভাঙেছে মনের বল।

আলোর কিরণ  খাঁচায় বন্দি   জ্ঞান যাচ্ছে হারিয়ে,
বিবেক বেটা হাতছানি দেয়   দূ্রনিতীর উপর দাড়িয়ে।
মানুষ দেশে যাচ্ছ কমে          জনগণ যাচ্ছে বেড়ে,
সব জায়গা মিথ্যার জয়      সত্যি যাচ্ছে হেড়ে।

পথে ঘাটে নেশার‌ আসর   প্রতিবাদী কেউ নাই,
শাসন কেহ করতে গেলে   ধরার থেকে বিদায়।
কেউ মানেনা কারো কথা   সবাই দেশের নেতা,
ঘুষ খাওয়াটা প্রধান কর্ম   ভাবেনা কারো কথা।

ধংস হবে এই পৃথিবী     ভাঙছে মনের বল,
কেউ গড়ে না সমাজটাকে   বলেনা এগিয়ে চল।
স্বার্থ ভরা দুনিয়া আজ    ধনী হওয়ার লড়াই,
চুরি করে হচ্ছে মহান    বড় সাধু তারাই।

No comments: