বুক জুড়ে হাতছানি
প্রাণেশ রঞ্জন গোস্বামী
১/০৭/২০২৪
বুক জুড়ে হাতছানি ছটা নিশ্বাস টানি,
প্রিয়র চোখে প্রিয়ার মুখের সুপ্ত বাণী।
আধ খানা চাঁদ মেঘের ফাঁকে হাসে ঘুমটা টানি,
সরল মন গরল হয় এইতো বিধিলিপির কাহানী।
চেতনার উন্মেষ বুক ভরা ভালোবাসা,
বুকের উঠানে নিত্য যার যাওয়া আসা।
নিত্য টানে নিত্য উচাটন সেই সুদূর আশা,
বক্ষের ক্ষত ভরাট করার শুধু একটু মীমাংসা।
সব স্বার্থে অন্ধ চারিদিকে ছড়িয়ে প্রেমের দুর্গন্ধ,
তবুও বুক জুড়ে বসে কোমল মনের প্রেমে যার দ্বন্দ্ব।
অলীক স্বপ্ন অসীম কল্পনা বহে সম্পর্কের জোয়ার,
আবার নীড় ভাঙা ঢেউএ বন্ধ হয় বুক ভরা কারবার।
অযাচিত প্রেমের জোয়ার সরোবর উতাল পাতাল,
গায়ে হলুদের দারুণ স্বপ্ন বাসনাকে করছে বেসামাল।
আনুষঙ্গিক প্রতীক্রিয়ায় বাহ্যিক মন হয়েছে উদাস,
বুক জুড়ে হাতছানি এটাই তার আভ্বন্তরিক বহিঃপ্রকাশ।
No comments:
Post a Comment