Sunday, May 19, 2024

মিলন চাই -- মানিক চন্দ্র দাস

মিলন চাই 
মানিক চন্দ্র দাস  
১৬|০৫|২০২৫ 
মিলন চাই     ভাই ভাই 
মিলন কার?  তোমার আমার 
মুসলিম-হিন্দু    একই রক্তবিন্দু 
জাতে জাতে      রক্তে রক্তে 
ব্রাহ্মণ চণ্ডালে    ঐক্য তালে 
গলে গলে           দলে দলে 
এই ভারতে        একই মতে 
প্রাণে প্রাণে        মায়ার টানে 
চলবে সবে          এইতো হবে 
আমাদের পণ    আমাদের মন ।

মিলন কার?       তোমার আমার 
ভাষায় ভাষায়     ভ্রাতায় ভ্রাতায় 
ভারত জনে         মনে মনে 
ভারত মাতা        তুলবে মাথা 
তাঁর সন্তানে        প্রাণে প্রাণে 
মিলন দেখে        যাবে রেখে 
এইনা স্মৃতি        মানবপ্রীতি 
এই ভাবনায়      ভারত মাতায় 
ভুলবে দুঃখ        ফুলবে বুক 
ঐক্য রক্ষায়       এগিয়ে আয় 
ভারতবাসী          ফুটবে হাসি 
মুখে সবার         ব্যথা কি আর?

No comments: