কবির ভাবনা
কবি স্বপন আহাম্মেদ
১৫/৫/২৪
দুঃখ কষ্ট বুকে নিয়ে
বাস করে সব কবি।
তবু তাদের লেখায় থাকে
বেঁচে থাকার ছবি।
কবি হয় না স্বপ্ন হারা
ভাবে আপন মনে
প্রজাপতির পাখা মেলে
পুষ্প ফোটা বনে।
যদিও অভাব বারো মাসই
থাকে কবির ঘরে
ক্ষুধা পেটে কাব্য লিখে
বিলায় মানব তরে।
কবির মনে কূট মানুষের
থাকে নানান ক্ষত
তবু কবি করে না তো
লেখায় মাথা নত।
বাস্তবতা মেনে নিয়ে
স্বপ্নের মিনার গড়ে
কবিরা তাই আলোর বাতি
মানবতার তরে।
No comments:
Post a Comment