Sunday, May 19, 2024

প্রায়শ্চিত্ত -- বরুণ কুমার বিশ্বাস

প্রায়শ্চিত্ত"
বরুন কুমার বিশ্বাস
১৬/৫/২০২৪
এই অবেলায় হিসাবের খাতাখানি দেখি
শুধু ভরে আছে কত সব গরমিলে,
কখন যে পেরিয়ে গেছে দিনগুলো চুপিচুপি
ভেবেছি বেশ তো আছি হেসে খেলে।

এতকাল যারা যোগালো জীবনে বাঁচার রসদ
ভাবিনি বিনিময়ে কি পেয়েছে তারা,
যোগফলই মেলাতে চেয়েছি শুধু বারে বারে
আজ দেখি জীবনটা শুধু বিয়োগে ভরা।

শেষ বেলাটুকু পোহালে ঠিকানা বদলে যাবে
সেই তারাদের দেশে নীল নীলিমায়,
মত সব মান-অভিমান পড়ে রবে অবহেলে
আপনও হবে পর এক লহমায়।

কোনদিন বুঝিনি কত কাজ রয়ে গেছে বাকি
কত কথা হয়নি এখনো বলা,
অভিমানে সরে আছি যাদের থেকে বহু দূরে
হবে কি আর একসাথে পথ চলা!

জীবনের প্রতি ক্ষণে যত সাথী হয়েছিলে পরিচিত
আছো দূরে কেউ করে অভিমান,
সব ভুলে আজ এ মিলনের আহবানে দিও সাড়া
বড় সাধ জাগে পেতে এই শেষ দান।

No comments: