হাসরের ময়দান"
মো: নূরুল ইসলাম
২৯/০৪/২০২৪
আসিবে ধরায় লয়ে অভিশাপ,
ধ্বংসের যজ্ঞ রোজ কিয়ামত।
দোযখের আগুনে পুড়ে হবে ছাই,
মনুষ্য জনম ইতি নিশ্চিত মত।
দলে দলে পৃথিবীর লোকজন,
জড়ো হবে হাসরের ময়দান।
পৃথিবীর আদি আর অন্ত মিলে,
নারী পুরুষ সকলে হও সাবধান।
পৃথিবীতে এসেছে কত মহাজন,
জ্ঞানী গুণী নবী পীর পয়গম্বর।
জ্ঞান নির্দেশ করেছেন বিতরণ,
কর্ণপাত করেনি যারা নাই নম্বর।
পরীক্ষার পৃথিবীতে কতো লোক,
খায় দায় স্ফূর্তি করে বড় হয়।
পাপ পূণ্য বাছ বিচার নাই তার,
জীবন কাটিয়ে দেয় ভোগ লালসায়।
হতে হবে দেহ মন সব পরিষ্কার,
নবীজীর উম্মত ভালো সব যার।
পরীক্ষায় নিয়ে যায় ভালো নম্বর,
বেহেস্তি ফিরদৌস তার হয় গুলজার।
বহরমপুর মুর্শিদাবাদ
No comments:
Post a Comment