Saturday, May 4, 2024

মননে স্মরণে বিভূতিভূষণ -- তপন চট্টোপাধ্যায়

মননে  স্মরণে বিভূতিভূষণ
তপন চট্টোপাধ্যায়
24-09-23                           
  আজ কতোদিন হোল তুমি নেই, অথচ মনশ্চক্ষে তোমাকে এখনো যেন দেখতে পাই-- এই তো তুমি, সেই নীলকলার ফাটা হাফশার্ট,তালিমারা ক্যাম্বিসের জুতো,,একটা আড়ময়লা মিলের ধুতি পরে তুমি ইছামতীর পাড়ে বসে রয়েছো।                                     শেযদিনের আলোটুকু  বাবলা বনের মাথার উপর যখন  নামে, বনকলমীর ফুলের উপর যখন ধীরে ধীরে সন্ধ্যা আদর ছড়ায়, তখন দেখতে পাই গোধূলির লাল আলো মেখে তুমি একমনে, একদৃষ্টে তাকিয়ে রয়েছো বন অপরাজিতার নীল ফুলে ছাওয়া নদীর বুকে!                       সেই সোনাড়াঙার মাঠ,পদ্মফুলময় মধুখালির বিল,নীলকুঠির সেই তুঁতেগাছের বন,কিংবা নীল নির্জনে গাঙচিলের ডাক তুমি মন্ত্রমুগ্ধের মতো শুনছো,শুনেই চলেছো...                                     মাস,বছর,মন্বন্তর,মহাযুগ পার হয়ে তুমি বসে রয়েছো যেন নিঃসঙ্গ, নির্লিপ্ত বিভূতিভূষণ আর তোমার চারিপাশে গজিয়ে উঠেছে মহাযুগের নাটা-কাঁটার ঝোপ, বনকলমীর গুচ্ছ গুচ্ছ ফিকে গোলাপী ফুল!                               তোমার জন্ম হয়েছিলো বোধ হয়' 'আরণ্যকের ''জন্যই !জানো,এখনো তোমার সেই ভাগলপুরের পূর্ণিয়ার জঙ্গল তোমাকে খুঁজে বেড়ায়,এখনো গভীর রাত্রে ফুলকিয়ার জঙ্গলে তোমার সেই প্রিয় ঘোড়া দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে  সেই স্বভাবসুলভ ভঙ্গিমায় চিঁহি চিঁহি রবে তোমাকে খুঁজে বেড়ায় !অথচ তুমি কেন আজ এতো নির্লিপ্ত, উদাসীন? ওই দ্যাখ দূরে ঐ কাশবন, শরতের নীলাকাশে সাদা মেঘেদের আনাগোনা,কাশবনের ঠিক ওপারে রেললাইন.. ,অপু,দুর্গা হাঁ করে দাঁড়িয়ে আছে রেলগাড়ি দেখবে বলে... ওই দূরে দেখা যাচ্ছে ঘন ঝোপে, গাছ-গাছালিতে ডুবে থাকা নিশ্চিন্দিপুর--অপু, দুর্গাদের গ্রাম--,আজও যেন সর্বজয়া বসে আছেন তেমনিভাবেই ভাঙা ঘরের দাওয়ায়, তোমার মুখে 'পথের পাঁচালির' আখ্যান শোনার অপেক্ষায়...,  শুধু তাই নয় --,ওই দ্যাখো 'বিপিনের সংসার ' ছায়া ছায়া হয়ে ধীর গতিতে এগিয়ে আসছে তোমার দিকে, তোমাকে খুঁজছে অপু,কাজল,বিপিন ,মতি,পাটোয়ারি লাল,জওহারি লাল,শঙ্কর .... তুমি কি এদের একেবারেই ভুলে গেলে? একবারও এদের কথা ভাবলে না???  আমরা সবাই খুঁজছি তোমাকে  । আর একটিবার বিভূতিভূষণ হয়ে ফিরে এসো আমাদের মাঝে !

No comments: