Saturday, May 4, 2024

নির্বিকার কবিরা -- চিত্তরঞ্জন সাঁতরা


নির্বিকার কবিরা
চিত্তরঞ্জন সাঁতরা 
০১/০৫/২০২৪
বৈশাখী তাপদাহে কবিদের গরম 
লাগে না।
ভাবনার গরমে ফুটতে থাকে মন।
নোনা জলে ভিজে যায় শব্দকোষ
উত্তপ্ত হয় ভাবনা।
কবিরা গরমে হাহুতাশ করে না।
কল্পনার গরমে হাহুতাশ করে সৃষ্টিতে।
হারিয়ে যায় অতলে কোন্ ঠান্ডার
জগতে।
কবিরা বোঝে না ঘাম ঝরা সকাল।
বোঝে না সারাদিনের পোড়া রোদের 
 বারুদের গন্ধ।
কবিদের গরমের জ্বালা নেই অসহ্য নেই।
স্পর্শের অনুভূতিতে গরমের গুমট বোঝে
না।
কল্পনার গুমটে ভেসে চলে সৃষ্টির আনন্দে।
কবিদের গরমের মাথা ব্যাথা নেই।
মাথা ব্যাথা ভাবনায় তালে ছন্দে উপকরণে।
তাই কবিরা নির্বিকার ও অসাড় মানুষ।

No comments: