স্বাভাবিকতা হারিয়ে নিখিলেশ
দিলীপ ঘোষ
০৬/০৫/২৪
নিখিলেশ আগে ছিলো বেহিসেবী
নদীর মত ছিলো তার স্রোত
বাধা পেলে বাঁধ ভেঙে খুঁজে নিতো পথ
এখন সে সূর্যের মত
সকালে উদয় হয়, হারিয়ে যায় সন্ধ্যায়
নিয়ম মেনে চলা এখন তার অভিমত।
বাতাসের মত আর নেই নিখিলেশ
চলে না এখন মনের টানে
থমকে দাঁড়ায়, ভাবে প্রয়োজন অপ্রয়োজনে।
চলার আগে অঙ্ক কষে নেয় এখন
পা ফেলে হিসাব করে
কথা বলে অভিধান মেনে।
নিখিলেশ পূর্বের মত স্বাভাবিক নেই
এখন যান্ত্রিক, যেন কলের পুতুল
পীরের ধার শোধার মত যোগাযোগ করে
খুলে গেছে সম্পর্কের মজবুত হাফসুল।
No comments:
Post a Comment