হে কাব্য জগতের রবি
শেখ শাখাওয়াত আলী
05/05/2024.
হে বিশ্ব কবি ,কাব্য জগতের রবি,বাংলা সাহিত্য গগনে
তোমার কবিতা,গল্প,গানের সুর,আছে বাঙালীর মননে।
"জন গন মন",তোমার লেখা ভারতের জাতীয় সংঁগীত,
একই গানে ভারতকে বেঁধেছ, দৃঢ় করেছ জাতীয় ভিত।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,গান
বাংলা দেশের জাতীয় সংগীত সেতো তোমারই অবদান,
অজস্র গান কবিতা গল্পে মোহিত করেছ বাঙালীর মন,
সুরের দোলায় হৃদয় দোলে, দৃঢ় করেছ প্রেমের বাঁধন।
তোমার কবিতা,তোমার গান,দুঃখ সুখে দোলায় প্রাণ।
যুগে যুগে তুমি বিরাজ করবে, তোমার কর্ম হবেনা ম্লান।
তুমিতো চির স্মরণীয় হয়েছ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে
তুমি নোবেল পুরস্কার এনেছ বিশ্ব সাহিত্য সভা থেকে।
তুমি ছিলে স্বদেশ প্রেমী,দেশের প্রতি ছিল হৃদয় ভরা অনুরাগ,
জালিওয়ালানবাগ কান্ডের প্রতিবাদে করছিলে নাইট উপাধি ত্যাগ।
শান্তি নিকেতনের বিশ্ব ভারতী তোমার পবিত্র কর্ম ক্ষেত্র,
জোড়ার সাঁকোর ঠাকুর বাড়ী বাঙালী জাতীর তীর্থ ক্ষেত্র।.
No comments:
Post a Comment