Sunday, May 5, 2024

প্রেম যমুনা -- সুমন কান্তি বড়ুয়া

প্রেম যমুনা
সুমন কান্তি বড়ুয়া
১৫/০৯/২০২৩
প্রেম যমুনা এখন মৃত প্রায়______
অপরূপ শরৎ যেন হারিয়েছে মহিমা,
আপন মনে দিচ্ছি পাড়ি বিষাদ মহাসিন্ধু
আমি তোমাকে ভুল করে ভেবেছি,প্রেম প্রতিমা। 
কুড়ি বসন্ত পেরিয়ে এসেছি_____
নীল বিস্মৃতি আঁকড়ে ধরেছি বুকে,
আজও ডুকরে উঠি মাঝরাতে আনমনে
তোমার নতুন ঠিকানায় বসতি দারুণ মহাসুখে।
সুখের ও নাকি অসুখ আসে_____
হঠাৎ ঋতু পরিবর্তনে প্রভাব ফেলে,
আমার চির অসুখী প্রেম আহ্লাদী মনটা
পাওয়ার তীব্র বাসনায় প্রতিনিয়ত ডানা মেলে।
হ্যালো তোমাকেই বলছি_____
আমাদের প্রেমের ইতিকথা থাকুক,
বাতিল হওয়া ডাইরির ধূসর বিষন্ন পাতায়
মন থেকে চাই তোমার আকাশ মেঘে না-ঢাকুক।
জোছনার ফুল ফুটুক তোমার আঙিনায়,
আমার অপেক্ষা থাকুক চির অবিনাশী।
মৃত যমুনাকে কে আর বলবে?
প্রিয় তোমায় ভালোবাসি!

No comments: