Tuesday, May 7, 2024

রহস্যময় সাঁঝবাতি -- সারস

 রহস‍্যময় সাঁঝবাতি
  সারস
  4th May 2024
সাঁঝবাতিটা জ্বালিয়ে দাও
গোধূলির ধূলা চোখের আড়ে,
সময় হয়েছে নীড়ে ফেরার।
টুনটুনি মালতীলতায় গীত ধরেছে
আজি প্রখর তপ্ত দিনের শেষে,
বিশ্বাস লয়ে মালতীলতা বেশে
আশ্রয় লবো রাতের বিশ্রামে।
কাঁঠালীচাঁপা সুবাস ছড়ায় মনের সুখে,
বকুল আমায় সাথ দেবে মালা গেঁথে;
টুনটুনি বলে এরাত বয়ে যাবে বাসর জেগে
জোনাকি সাথে রোষনায় আলো ভরে দেবে।
ঝিঝিপোকা সানায়ে পো-ধরবে জেনে
মজবুত মহল্লায় প্রবেশ অবাধ সাড়ম্বরে,
পেঁচা কুবো নিশাচর আমন্ত্রিত অতিথি।
আহারে পঞ্চব‍্যঞ্জন যোগে পিঁপীলীকা লার্ভা
অর্ধজাগ্রত পিঁপড়ে জানেনা কে করবে সাবাড়,
পেঁচা কুবোও জানে না মৃত‍্যুর পর
এ পিঁপড়ে ছানা কুঁড়েকুঁড়ে খাবে
কি অদ্ভুত জীবন চক্র তাই না !
সাঁঝবাতিটা জ্বলিয়ে দাও,
আঁধার ঘনায় দিনের শেষে
মহল্লা আলোকিত করো জোনাকির জোরে,
নহবতি ধুমমাচাও বাসর জাগাতে।
বাবুই শিল্পের ছোঁয়ায় বাসর সাজে
এরাত দিনের চেয়েও ভয়ঙ্কর।
এখানে ধর্মের কোন স্থান নেই
আছে জীবন চক্রের শুভ শৈলী,
বাঁচার তাগিদে হাঁকুপাঁকুর হাতছানি
ধর্ম বলতে আহার আশ্রয়ের বিলাপ,
সঞ্চয় নেই চিন্তা ও রোগমুক্ত সমাজ
সাবলম্বনে আছে মায়ামমতা ক্ষণিকের।
তপ্ত দুপুর পুড়ে খাগ হচ্ছে ধরা
মেঘেরা ভুলে গেছে পথের দিশা,
লু-বয়ছে ক্ষিপ্ত বায়ু প্রবাহ শিখা
আঁয়ঢায় করছে দিনের আলো
খাঁপি খাওয়া জীবকুল অসহায়।
সাঁঝবাতিটা জ্বালিয়ে দাও,
তিমিরাচ্ছন্ন নব ভুবন
আলোর বড় অভাব সমাজে;
দিনে শরীর মন পোড়ে রাতের
অন্ধকার ফ‍্যাকাশে ম্লান সব মানে
শীতল হাওয়া বয়লেও দুর্বোধ‍্য এরাত
তাই সাঁঝবাতিটা জ্বালিয়ে দাও।

No comments: