জ্বলন্ত আগ্নেয়গিরি
এস আকরাম হোসেন
০৫/০৫/২৪
তপ্ত লু হাওয়ায় অবিরাম দগ্ধ দেশ
জনমনে আজ চাতক পাখির বেশ
মমতায় মোড়ানো মাটি দগ্ধ আজ
মাথায় পড়েছে যেন আগুনের তাজ।
দিবানিশি আগ্নেয়গিরিতে বসবাস,
বাতাসে শুনি নাগিনীর ফোসফাস
রুদ্ররোষে গর্জনে বিধাতা বিমুখ;
অনলপ্রবাহে তাই শুন্য মনের সুখ।
ছায়াহীন মাঠঘাট পানিবিহীন নদী,
ভালোবাসা হারামন খা খা নিষুন্দী।
এরই মাঝে বেঁচে আছি যাই যাই প্রাণ
দয়াময় দেয় যেন রহমতের ত্রাণ।
সারাদেশ মরুভূমি জ্বলন্ত আগ্নেয়গিরি
জনজীবন খুঁজে ফিরে শান্তির সিঁড়ি,
পাপের পাহাড় নিয়ে করি ফরিয়াদ
এক পশলা বৃষ্টির লাগি এত আর্তনাদ।
No comments:
Post a Comment