আর অভিযোগ নেই
বন্দনা বড়ুয়া
04/05/2024
সুদীর্ঘ প্রতিক্ষার পর
অবশেষে এলে
মেঘ রঙা বসন পরিধান করে
মহা সমারোহে... বিরাট পরিসরে
মাদলের পিঠে তাল বাজিয়ে
নিসর্গের অসহনীয় নিরবতা ভেঙ্গে,
তীব্র প্রদাহের ব্যাথা সরিয়ে,
প্রশস্ত এক শান্ত সকালে শান্তির পরশ বুলিয়ে
ভরিয়ে দিলে আমার তৃষিত বুক
ভরিয়ে দিলে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ সবুজাভ প্রান্তর।
কত দরদে ভরা খামে শব্দের ডালি সাজিয়ে,
আবেগঘন অজস্র শব্দের মিশ্রণে,
কাব্যিক নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি বসন্তের শেষে,
বিরহী এক তপ্ত বৈশাখের তপ্ত দুপুরে।
অবশেষে এলে
আম্রকাননে রাশি রাশি আনন্দ হয়ে,
অপেক্ষমান সবুজ ফসলে মৌসুমী হিল্লোল হয়ে,
ধুয়ে দিলে পথিকের ঘর্মাক্ত কলেবর,
আকণ্ঠ ভরে পান করে নিল তৃষ্ণার্ত চাতক ।
আর অভিযোগ নেই
ওই জ্বলন্ত নির্দয় সূর্যের বিরুদ্ধে
আজ পরতে পরতে কবিতারা ফুটে উঠেছে
চাঁপা ও গন্ধরাজের ডালে ডালে আশ্চর্যরকম ভাবে।
আজ নির্ভয়ে পুঁতে দিলাম
নির্ভরযোগ্য বিশ্বস্ত বন্ধু তরু বীজ
শীতল হোক মরুর দহন
লাবণ্যে আর সুগভীর প্রেমে ভরে উঠুক ধরণীর বুক
তারপর প্রাণ ভরে নেব নির্মল শ্বাস।
No comments:
Post a Comment