জীবনের আকাঙ্ক্ষিত স্বাদ
শরীফ নবাব হোসেন
জীবনটা হবে কাব্যিক ছন্দময়
মনোরম গতিময়
অশেষ স্বপ্নময়
নিরবচ্ছিন্ন মায়া-মমতাময়
ইতিবাচক কর্মময়
মিলেমিশে একাকারে প্রশান্তিময় !
জীবনটা হবে প্রাণের উচ্ছ্বাসে প্রাণবন্ত
চলাফেরায় সবুজে দুর্দান্ত
কাজকর্মে সৃষ্টিতে সুকান্ত
দিয়ে যাবে অবিশ্রান্ত
মহৎ অবদানে অনন্ত
হেসে খেলে উদ্দীপনায় অনন্য । ।
জীবন নৌকা সবার জন্য
ত্যাগে তিতিক্ষায় হবে ধন্য
পরস্পর বন্ধনে বন্ধুত্ব
বিলীন হবে কষ্ট
আশার ময়ূখ জ্বলবে
মনের আবেগের কথা বলবে ! !
জীবনটা - সামনের পানে এগোবে
শুভ প্রকৃষ্ট আকাঙ্ক্ষা জাগাবে
সুচারু উত্তম কাজে ব্যস্ততা
চালিয়ে যাবে লক্ষ চেষ্টা
মেটাবে হৃদয় বাসনার তেষ্টা
বসন্তের নবীন রঙে রাঙাবে জীবনটা ।
জীবনটা হয় যাতে মধুময়
জীয়নকাঠির সুললিত যাদুময়
সুধাকরের রমণীয়তায় স্নিগ্ধময়
ভোরের রাঙা রবির সৌরভময়
পাখপাখালির কলতানে মুখরিত সুধাময়
পরতে পরতে জীবনটা ভরে উঠবে -
নিবিড় সুকর্মময় ! !
শরীফ নবাব হোসেন ।
No comments:
Post a Comment