মে দিবসের ইতিকথা
শেখ শাখাওয়াত আলী
01/05/2024
এলো আবার সেই রক্তে রাঙা মে দিবস,
শ্রমজীবি মানুষের অধিকার রক্ষার দিন।
দীর্ঘদিনের কঠোর আন্দোলন সফল হল,
শ্রমিক আট ঘন্টা কাজ করবে প্রতিদিন।
1886 সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে,
ধর্মঘট শুরু হল দৈনিক আট ঘন্টা কাজের দাবি নিয়ে।
পয়লা মে ছিল শনিবার,নীরব ছিল আমেরিকা সরকার,
তৃতীয় দিনে সরকার ধর্মঘট ভাঙতে চাইল পুলিশ দিয়ে।
শ্রমিক শ্রেণী ভাঙল না ধর্মঘট,তীব্র হল আন্দোলন,
মালিক পক্ষের সমর্থনে পুলিশ শুরু করল নির্যাতন।
পুলিশের গুলিতে নিহত হল চার জন নিরীহ শ্রমিক,
ধৈয্য হারালো শ্রমিকের দল,শুরু করল পাথর বর্ষণ।
শ্রমিকের পাথরের আঘাতে অনেক পুলিশ আহত হল,
অতিরিক্ত পুলিশ এসে শ্রমিক ধরপাকড় শুর করে দিল।
চতুর্থ দিন শ্রমিক আন্দোলন তীব্র আকার ধারন করল,
ভিড়ের মধ্যে মালিকের পোষা গুন্ডা বোমা বর্ষণ করল।
বোমার আঘাতে পুলিশ সহ অনেক মানুষ নিহত হল,
পুলিশ এসে শ্রমিক নেতাদের জেলে বন্দী করে দিল।
বন্দী শ্রমিক নেতাদের বিচারের নামে প্রহসন শুরু হল,
অবশেষে চার শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝালানো হল।
অন্যান্য নেতারা জোট বদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে গেল,
আমেরিকা সরকার বাধ্য হয়ে শ্রমিকের দাবি মেনে নিল ।
1887 সালের পয়লা মে প্রথম শ্রমিক দিবস পালিত হল।
1890 থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হল।
আজকে আবার ফিরে এসেছে সেই শ্রমিক শোষণের দিন,
মালিক পক্ষ এখন 10- 12 ঘন্টা কাজ করাচ্ছে প্রতিদিন।
বর্তমান সরকার মালিকের দোসর শ্রমিকের দোসর নয়,
আবার জোট বদ্ধ আন্দোলন ছাড়া শ্রমিক বাঁচানো দায়।
No comments:
Post a Comment