Friday, May 10, 2024

চল্লিশ পেরোনো মেয়েগুলো -- হাসান ফরিদ

চল্লিশ পেরোনো মেয়েগুলো 
হাসান ফরিদ
১০/০৫/২৪
চল্লিশ পেরোনো মেয়েগুলো; ভুল সাবানে ধোয় ভুল গতর...ভিড়ভাট্টায় নিজের ছায়ায় খোঁজে নিজেরই  শতরঞ্চ ছতর...
কেমন হয়ে যায় মনহারা মনভুলো...অভিমানঝরা চৈত্রের কড়কড়া দ্বিপ্রহরের তালরস মাতাল করা—সময়ের চাবুক অনবরত মারে; এক্কাদোক্কা কি যাত্রাদলের লে-ছক্কা বলা মেয়ের উদোম পিঠে-ঘাড়ে...

চল্লিশ পেরোনো মেয়েগুলো; পলাতক সময়ের ফেরারি বসন্তগুলো...
লুডুর কোটের সাপের মতো; সার্কাসদলের ভাঁড়ের মতো গুটিয়ে নেয় বয়সের ঘুঁটি;
সংসারের উদাসী বাউডি চুল; জট বাধিয়ে হয়ে যায় পুলসিরাতের পুল; পার হতেই কাটে সাফা-মারওয়া দৌড়ানো পা—ফোঁটা ফোঁটা রক্ত আরক্ত জারকে জমে যায়—আর ঘামের দামে কেনা হয় লবণখেত চালচিত্র ;

আকালের  খরায় যৌবনের বাইস্কোপ পোড়ে পরম অবহেলায়; জুটি ভাঙার হিরিকে  ভাসে একাকিত্ব মেঘ; কালোবিড়াল চেটেপুটে খায় নুনহীন অন্ধকার বিকেলের লেক; যে যার মতো লেপে রাখে ক্ষত—তবু সেজেগুজে নাট্যমঞ্চের  ঝাড়ুদার; যেন অভিনয় ঝেড়েঝুড়েই বহুরূপী  একাঙ্কিকা করে যায় নিঃশব্দে পার...

চল্লিশ পেরোনো মেয়েগুলো; অবেলার ছাদে রোদে দেওয়া অনাদরের না-তোলা কাপড়গুলো—চিলেকোঠার জমে থাকা অনেকদিনের ঝুলগুলো; ঠিক গোধূলির আগেভাগের অম্লমধুর এই ভুলগুলোর ছাড়াভিটায় উদ্দাম লুটোপুটি ...তবু দেয় না তাকে কেউই  একরত্তি ছুটি;

No comments: