মানবাত্মার পদধ্বনি
খসরু ভাস্কর
০৯/০৫/২০২৪ খৃঃ
কবিতা গল্প গানের সুর জাগালে বাঙালির প্রাণে
অন্ধকার ভেদ করে বাঙালিকে আলো দেখালে।
সহজ বাংলা শব্দমালায় আধুনিকতম কবিতায়,
তুমি কবিগুরু, সেখান থেকেই একটি যুগের শুরু।
' আগুন আমার ভাই আমি তোমারই জয় গাই ',
আবর্জনা পুড়িয়ে নতুন সূর্যের আভা দেখতে পাই।
" আলো আমার আলো ওগো আলোয়ে ভুবন ভরা "
রবির কিরণে যেমন দূর হয়ে যায় সকল দুঃখ-জরা !
সকল বাঙালিকে ঐক্যে গেঁথেছো প্রাণে নব নব রূপে।
যত ভাইবোন ঐকতানের বন্ধনে সম্মিলিত হোক ---
এ বাণী ঘুণেধরা সমাজের কেউ মানলো,
আবার কেউবা মানে নিকো কোনো দিন,
তোমার বাণী আজো তবু জীবন্ত ---- অমলিন।
ঝড়কে সাথে নিয়ে গ্লানি ঘোচাতে চেয়েছিলে,
কেউ তোমাকে চিনেছে, কেউ বা চিনেনি !
' চিনিলে না আমারে কী চিনিলে না '
ষড়ঋতুর সাথে মিলে মিশে ছিলে, কেউ দেখেনি।
কেবল বাহির পানে চোখ মেলেছে
তারা অন্তর পানে কেউ চায়নি হৃদয় দেবতায়,গানে কবিতায়।
কেবল পূজার ছলে কবির বাণীকে
ভক্তির নামে আড়ালে আবডালে রাখে।
বাংলা সংস্কৃতি বিবর্জিত বাঙালিরা বিদেশি হয়েছে !
যদিও বিশ্ব চিনেছে কবিকে, জানতে পেরেছে
কবি ! তুমি'র অসাম্প্রদায়িককে -
সম্প্রদায়ভেদে তীর ছোড়া হয় সংস্কৃতির বুকে।
No comments:
Post a Comment