তপন চট্টোপাধ্যায়
***************
আজ পঁচিশে বৈশাখ, আজ তোমার শুভ জন্মদিন , আকাশে, বাতাসে, পথে প্রান্তরে, নদীতটে খেয়াঘাটে, বনচ্ছায়ে, তরুশাখে, নগরের কোলাহলে ,শান্তির নীড় ছোট ছোট গাঁয়ের নিবিড় শ্যামলিমায় ,-লতায়,পাতায়, ফলে, ফুলে, দিনের প্রথম আলোর স্নেহধন্য দুর্বাদলশ্যামের 'পরে ছোট ছোট শিশিরবিন্দুর বর্ণিল রামধনুরঙের ভেতর আজ জেগে উঠেছে আমার প্রাণের ঠাকুরের জন্মদিনের জয়গান । বাতাসে বাতাসে ভেসে আসছে সুগন্ধী ধূপের গন্ধ, নারীদের শঙ্খনাদে ,উলুধ্বনিতে আসমুদ্রহিমাচল মুখরিত তোমার বন্দনা গানে, আলোর গানের আনন্দ ধারায় উৎসারিত হোক আমাদের দেহ, মন ..., বৈশাখের খর তাপে তোমার সুশীতল বটচ্ছায়ে জুড়িয়ে দাও ঠাকুর তোমার ভক্তকুলের তনুপ্রাণমন ,শীতল হৃদয়ে তোমার পাদপদ্মে নিবেদন করি সশ্রদ্ধ প্রণাম । তোমার জন্মদিনের আলোকে আমাদের চেতনার শুভবুদ্ধি হোক।।
No comments:
Post a Comment