Thursday, May 9, 2024

কেমন আছে শান্তিনিকেতন -- বেবি মন্ডল

 কেমন আছে শান্তিনিকেতন 
  মহারানী ( বেবী মন্ডল ) 
   ০৮ / ০৫ / ২০২৪.
             ২৫ শে বৈশাখ ....

এ ভরা বসন্ত পার করে আজ বৈশাখের ছবি  
কেমন আছে শান্তিনিকেতন ভাবছো বসে কবি  
দিন-রাতের মালা গেথে যাও শান্তিনিকেতনে এসে। 
কতো কবিতা কাব্যগাঁথা মনে এসে ভিড় করে
উদার কন্ঠে গেয়ে উঠি গান পাখিদের কলরবে
চমক ভেঙে চোখ মেলে দেখি সন্ধ্যা হবে হবে
ভিড় করে আসে মনের কোণে রবি ঠাকুরের সৃষ্টি  
আকাস বাতাস হরষিত প্রেম এক পশলা বৃষ্টি
ধুয়ে দিয়ে গেল মনের ময়লা চোখের কোনে জল
রবী ঠাকুরে মজিয়াছে প্রেম চলরে ভুবন চল। 
এক মুখ দাঁড়ি কাছে এসে বলে রবীন্দ্রনাথকে চেনো
তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে রবী ঠাকুরই যেন
আজকালকার ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে পড়ে
রাশিরাশি লেখা গল্প কবিতা লিখেছেন কাহাদের তরে।
শান্তিনিকেতন আজ ভালো নেই অশান্তির ঢেউ খেলে
গল্প-কবিতা-গানে ভরা দেশ শুকনো মুখে যেনো
ওদের বল আমি এসেছিলাম আমার জন্মদিনে
 চিনতে পারেনি শান্তিনিকেতন গেলাম বিষন্ন মনে। 
তুমি যদি পারো দেশে দেশে ঘোরো 
 রবীঠাকুরের গান গাও  
 আজ শুভ জন্মদিনে দু'একটি লাইন 
 কবিতা পাঠ করে যাও। 

 লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, 
তাইতো তোমায় শুধাই অশ্রু জলে ....
 যাহারা তোমার বিষাইছে বায়ু  
        নিভাইছে তব আলো, 
তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, 
      তুমি কি বেসেছ ভালো? 
                         (কবিগুরু) 

বিষন্ন মনে গগনে গগনে ঘন বর্ষার বৃষ্টি
 যতো কিছু সব বাংলা ভাষার রবি ঠাকুরের সৃষ্টি  
রবীঠাকুরের শান্তিনিকেতনে এ কি অনাসৃষ্টি। 
মম মম মম সুন্দরীতম শান্তিনিকেতন
বাউল বাতাস মন কেড়ে নেয় উদাস বাউল মন
বেরিয়ে পড়লেন কাঁধে ঝোলা নিয়ে দেশ হতে দেশান্তর
পড়লেম রবী শোনালেম সবে রবীন্দ্রনাথ নিরন্তর 
শেষ করে ফেলি রচনাবলী তবুও হয় নি জানা
 রবীন্দ্রনাথ তুমি মহাসাগর অনন্ত ঠিকানা 
আমি অতি সাধারণ কি করে বুঝিব তোমায় বিশ্বকবি!!
তোমার আশীষ ঝরে পড়ুক শিরে হে পূর্ণ রবি।

No comments: