হৃদয়ার্তনাদ
শাহীনুর ইসলাম
১০/০৫/২৪
প্রাণের পেয়ারি প্রাণের দোসর হয়ে এলো না ফিরে
দিবস রজনী কেঁদে
মর্সিয়া গীতি সেধে
অকালে আকুল নয়ন ভাসিল শোকের নীরে।
প্রাণ পাখি মোর এলো না ফিরে প্রাণের নীড়ে।
দিন যায় মাস যায় কত শত কাল গুনে
নাহি হয় চোখাচোখি
বসে তব মুখোমুখি
মধু বসন্ত ঋতুর এই মধু ফাল্গুনে।
কিত শত কাল গুনে।
অকারণে অনাদরে ফিরায়ে দিয়াছে মোরে
যার তরে বাঁধি গান
সকলই করিনু দান
সযতনে আপন মনে বাধি প্রণয়ের ডোরে।
অনাদরে ফিরায়ে দিয়াছে মোরে।
কামনার কামিনী কুসুম বাগে অনুরাগে ফোটে
ফুলদল এলায়
গন্ধ বেলায়
সন্ধ্যার ক্ষণে অভিমানে সে ভূতলে লুটে।
কুসুম বাগে অনুরাগে ফোটে।
হৃদয় ভরা বাসনা লয়ে নিত্য একাকী কাঁদি
সারা দুনিয়া খুঁজিয়া
নয়ন আসে বুজিয়া
কামনা বাসনার প্রদীপ জ্বালিনু সারা রাতি।
নিত্য একাকী কাঁদি।
মোর জীবনের আঙিনা জুড়ে ঘিরে ঘোর যামিনী
শ্রাবণ ধারা বরষায়
মেঘদূত পাঠানো ভরসায়
যদি গো বারতা লয়ে আসে কেমন আছে কামিনী।
ঘিরে ঘোর যামিনী।
তপ্ত মরু সাহারার বুকে জাগে অসীম পিয়াসা
একি নিদারুণ হাহাকার
নাহি বুঝি পারাবার
দিনে দিনে ক্লান্তি আনে জাগে প্রাণে তিয়াসা।
জাগে অসীম পিয়াসা।
মালা গেঁথে বৃথাই মোর দিন গেল বয়ে
নিরাশে শুকায় ফুল
প্রেম প্রণয় সবই ভুল
তাহার ভাবনায় জীবন গেল ক্ষয়ে।
মোর দিন গেল বয়ে।
হারিয়ে গেছ কোন অকুল পাথার অন্ধকারে
কোন সে সূদুর দূরে
কোন সে বাঁশীর সুরে
আমি এপারে কাঁদি তুমি কোন অলকাপারে।
অকুল পাথার অন্ধকারে।
কত না হাজার স্বপ্নের জাল বুনি মনে প্রাণে
সে স্বপ্নের ভাষা
যেন ভালোবাসা
নিরবে নিভৃতে শুনাই উদাসী বাতাসের কানে।
স্বপ্নের জাল বুনি মনে।
কত গানের কলি দিনু অঞ্জলি নয়নের জলে
আসিলে না প্রিয়তম
শুনিলে না গান ম-ম
হৃদয়ার্তনাদ গুমরে মরিল পাষাণ বেদীর তলে।
দিনু অঞ্জলি নয়নের জলে।
মোর দ্বারে আসিবে বলিয়া দ্বার খুলিয়া রহিনু বসে
সার্ধক করিতে চোখ
চেয়ে আছি অপলক
বৃথা হলো চাওয়া মোর এ কোন কপাল দোষে।
দ্বার খুলিয়া রহিনু বসে।
তব প্রেমের সিন্ধু হতে বিন্দু বারি যেচে কাঁদে মন
হরষ প্রাণের পরশ মাগে
নিত্য পথ চেয়ে থাকে
বিষাদ আঁধারে মৃৃত্যু নিসাদক্রুর দিচ্ছে দরশন।
বিন্দু বারি যেচে কাঁদে মন।
হৃদয়ার্তনাদ হৃদয়ে রহিলো গোপনে শুনিলোনা কেহ
শত ব্যথা বেদনায়
এ জীবন চলে যায়
আসিয়া কাঁদিয়া ফিরিবে যবে ধূলিসাৎ হবে সোনার দেহ।
গোপন কথাটি শুনিলোনা কেহ।
No comments:
Post a Comment