আমরা সামাজিক জীব
পরেশ চন্দ্র সরকার
০১_০৫_২০২৪_ইং
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
পুুকুর ভরাট হ'য়ে যাচ্ছে চোখের সামনে আমার আপনার ধরাছোঁয়ায়...
শাখা-প্রশাখা ছড়িয়ে থাকা সবুজ পাতায় আচ্ছাদিত বিশাল বড়ো গাছ, মেসিনে একলহমায় কেটে সাফ ক'রে দিচ্ছে...
কংক্রিটের রাজত্ব গড়ে উঠেছে আবারও গড়ে উঠবে ব'লে...
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাগুলো জলের মতো ব'য়ে চলেছে, জিনিস কিনতে পাচ্ছে না মুষ্টিরও সমতুল্য...
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
ছোটোয়, বড়োয় সম্মান খুইয়েছে সেতো আনেকটা কাল আগেই...
পরিধানের পোশাক-আশাকও আছে কি আর আগের মতোই...
বেহিসেবি কথাবার্তার ছিরি প্রবাহিত আঁকে নিত্যনতুনে অহরহ...
আমরা শুনে কিংবা দেখেও কিছু দেখবো না দু'নয়নে আর কানে, শুধু পাশ কাটিয়ে যাবো,
অর্ধাহারে কিংবা অনাহারে চলতি পথের ফুটপাতে নির্জীব হ'য়ে পড়ে র'য়েছে...
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
'যার কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভ'রে'... অথবা
চোখের সামনে দেখতে দেখতেই 'আঙুল ফুলে কলাগাছ'...
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
চোখের সামনে পথ-দুর্ঘটনায় দেখছি চেয়ে রক্তাক্ত তখনও প্রাণে বেঁচে, ছটফট ক'রছে...
অথবা
ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত হেনে একজন, আরেকজন নিরস্ত্রকে খুন ক'রছে...
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
আমরা দেখেও কিছু দেখবো না দু'নয়নে, শুধু পাশ কাটিয়ে যাবো,
অথবা
মোবাইল ফোনে ভিডিও ক'রে ফেসবুকে পোস্ট ক'রে দেবো...
ব্যাস্ হ'য়ে গেলো! আমরা সামাজিক জীব, আমাদের দায়িত্ব আর কর্তব্য মাত্র এতটুকুই...
No comments:
Post a Comment