Sunday, May 12, 2024

বিশ্রাম বালুকাবেলায় -- সূর্য্যোদয় রায়

বিশ্রাম বালুকাবেলায়
সূর্য্যোদয় রায়
১১/০৫/২০২৪
এখনও বহুদূর চলে যাবার পর হয়তো আলো দেখা যাবে,
এখনও অনেকগুলো ক্লান্ত সমাধি,
অকূল মাটির বক্ষে ফিরে আসে যদি;
তারা চির জন্মের মতো এ সংসার হতে বিশ্রাম খুঁজে পাবে?

এখনও বহুদূর চলে যাবার পর হয়তো আলো দেখা যাবে,
এখন আর কত যুদ্ধের পর,
মানুষ থামাবে হিংসার স্বর;
ঢেউ গুলো সব অস্ত পাথারে তাদের চির বিশ্রাম খুঁজে নেবে?

কোথায় বাদল মেঘের কোলে ভেসে আছে সেই উত্তর
কোথায় বাদল মেঘের কোলে ভেসে আছে সেই উত্তর

বহুকাল মনে ওই গগনে উঠেছে কি কোনও ঢেউ?
আলোকনয়ন তরঙ্গমালায় ফিরে আসে যদি কেউ।

নিজের ব্যাপারে ভেবেছ কি কখনও বলেছ কি কোনও কথা?
ক্লান্ত জলধি শিখরে অটল পাহাড়ে আর নাই বা পেলে স্বাধীনতা।

তুমিতো জান আরও আরও বহুবার
চুপ করা ভান কিছু না শোনার 
সব দেখে শুনে তাইতো আবার নামিয়ে নিচ্ছ মাথা!

সাত সাগরের ঢেউয়ে নাচ্ছে সেই আলাপ মনে রেখ চির দিনে
সাত সাগরের ঢেউয়ে নাচ্ছে সেই আলাপ মনে রেখ চির দিনে

তোমায় আমায় মরতেই হবে সেটা কি বুঝতে পারো,
এই পথে অনেকটা কাল হয়েছে বিগত,
তাইতো বোধহয় দেখি সকলে নিহত;
আমাদের ই সাথে আর কত মানুষ মরবেই যে আরও?

কোন হাওয়ার শৃঙ্গে দেখেছ এর উত্তর আজ
কোন বাদল দিনের অশ্রু তিমিরে শুনেছ এর আওয়াজ,
কবেই শুনেছ কবেই শুনেছ কবেই শুনেছ 
কবেই শুনেছ সেই মত্ত হাওয়ার আওয়াজ ;
পারো যদি আর একবার সব ছেড়ে ছুড়ে এর উত্তর 
খোঁজো তবে।

এখনও বহুদূর চলে যাবার পর হয়তো আলো দেখা যাবে।।

No comments: