Tuesday, May 14, 2024

মায়ের জন্য -- রেজাউল করিম বিশ্বাস

মায়ের জন্য
রেজাউল করিম বিশ্বাস
১৩ / ০৫ / ২০২৪
মাতৃহারা সন্তানের আজ মাতৃ দিবস পালন 
অভিমানে গেছো চলে আমি ও  অভিমানী
চোখের জল ঝর্ণা হয়ে বহে চলে নদে।

ঐ যে তুমি চিরশান্তিতে চিরনিদ্রায় শায়িত মাঠের 'পরে 
তেঁতুল তলে ভাটপিটুলি কত রকম গাছে ঘেরা 
কাঠ মল্লিকা সুবাস ছড়ায় দু'বেলা তোমার চারণতলে।

পাখিরা গান গেয়ে  যায় মনের আনন্দে সেথায় তুমি
মা ডাকতে মন করে ছট্ফট্ ব্যথায় ব্যথায় দিন যায়
তোমার পরশ পেতে ব্যকুল হৃদয় করে আনচান।

আমরা নিয়মে বাঁধা সবাই নিয়ম মেনে চলি তবুও ---
ভাঙ্গা হৃদয় গুমরে ওঠে একটুখানি দেখাবো বলে
হাজারো ডাকে হাজারো স্বপ্নে মনভরে না মাগো।

জানো 'মা' আমাদের মন ক্ষুদ্র হতে অতি ক্ষুদ্র হয়েছে আজ
তোমাকে বেঁধেছি তিনশত পঁয়ষট্টি দিনের মাত্র একটি দিনে 
তুমি  আছো অন্তরের অন্তরে প্রতিটা স্পন্দনে সুখে দুঃখে।

পারিনি হয়তো তোমাকে মূল্য দিতে চিনিনি তখন আমি 
 তুমি যেখানেই থাকো ভালো থেকো শান্তিতে থেকো  
তোমার অনাথ সন্তানদের কথা ভেবো ত্রুটি মার্জনীয়।

রোমানা ডাকে দাদি দাদি চোখের জলে ভাসে রিজওয়ান
পুবের ঘরে জানালা খুলে আজও তোমায় খুঁজি সারা বেলা
ইজি চেয়ারটা শুন্য আজ  তুমি বিহীন  বড্ড একা একা।

 

No comments: