Friday, May 10, 2024

অবহেলিত রবিঠাকুর -- সুরজিৎ পাল

অবহেলিত রবিঠাকুর
সুরজিৎ পাল 
১০.৫.২০২৪
রাস্তার মোড়ে পক্ষী বিষ্ঠায় লিপ্ত-
অবহেলিত তোমার আবক্ষ মূর্তি,
তোমার চোখে মুখে মাথায় ত্যাগে পায় ফুর্তি।
হেঁটে যেতে যেতে ভিক্ষুক থমকে দাঁড়ায় পাশে,
এক ঝলক দেখে ফিক করে হাসে।
গুরুদেব তোমার যদি এই অবস্থা হয়,
তবে আমার অবস্থা কি তোমায় ভাবায় ?
পূর্বজন্মের কথা ধার্মিক প্রবচনে শুনি,
দুঃখ থেকে হাসি নির্গত হয় জানি।
ভাবনায় নবজন্ম পেয়ে তুমি কি আমার সমগোত্রীয়?
 হেঁটে চলেছো দিগন্ত হীন সমাজে হয়ে অযাচিত ক্ষত্রিয়।
দেহ থেকে শতছিন্ন জামা খুলে-
পাশের গাছটিতে উঠে পরিষ্কার করি রবিঠাকুরের মুর্তি।
নীচে লোকের ভিড় -
আলোচনার সারমর্ম - পাগলের রবীন্দ্র প্রেম ।
রবি ঠাকুর নূতন রূপে নিজেকে পাও,
গান্ধীর তিন বাঁদরের মতো চোখ,কান,মুখ বন্ধ করে শুধু দেখে যাও।
নব্য সমাজের ভিক্ষুকের স্মৃতিভ্রম প্রচেষ্টা , 
পেলাম কি শিক্ষায় নিষ্ঠা?

No comments: