Friday, May 10, 2024

ভাঙা মন -- রায় শর্মা

ভাঙা মন 
রায় শর্মা
১০◆৫◆২০২৪
মনটা যখন বড্ড ভেঙে পড়ে 
রং তুলিতে ভরিয়ে তুলি মন
দুটি বাহুর বিশেষ নরম ছোঁয়া 
তখন বুঝি একটু প্রয়োজন।

হালকা হাতে রংয়ের প্রলেপ আঁকি
হারিয়ে যাওয়া পুরনো সেই মুখ
তুলির টানে তোমার মুখের ছবি
বুকের মাঝে ভরিয়ে তোলে দুখ।

নীলের প্রলেপ ভরিয়ে কেনভাসে
হারিয়ে যাই মেঘের দেশে যেন 
প্রশ্ন করে তোমার কালো আঁখি 
ভালোবাসো তুমি আমায় কেন।

তুলির টানে আঁকি তোমার ছবি
আকাশ পানে উড়িয়ে গাঙচিল
ঠোটের কোনে মিষ্ট মধুর হাসি
গালের পরে ছোট্ট কালো তিল।

তোমার কালো চোখে আমি চেয়ে
হারিয়ে ফেলি মনের যত বল
কাজল মেঘে বাষ্প জমা দেখি
গড়িয়ে পড়ে হয়ে চোখের জল।

No comments: