Sunday, April 14, 2024

ভিন্ন তাল -- কথাবিচিত্রিক অসীম

ভিন্ন তাল! 
কথাবিচিত্রক অসীম
১১/৪/২০২৪
নিপু মালাকার! 
মনে প্রাণে ভালবেসে, 
রোমাঞ্চিত হয়ে শেষে!
তপস্যার গিরি খাঁদে,
নিজেকে বন্দী করে নিয়েছে,
নিয়তির সংশোধনে। 
দাড়ি চুলে খুর না তুলে,
ধুতি পড়ে, সাদা কাপড়, 
জরায় সারা গায়ে! 
ভালোবাসার পূজা, 
করে গেছে আজীবন মন মন্দিরে। 
ধূপের মতন জ্বলে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে,
একলা একাকী! 
নিঃশেষ হয়ে গেছে, 
নিশ্চিহ্নের চির বিদায়ে।
মলিনা থেকে গেছে আজো।।
মালবিকা,- হলো বিধবা! 
শুভ পরিণয় ঘটেছিল, 
ভালোবাসার প্রেমিকের সাথে।
খ্রিস্টের ব্রত কথা টেনে নেয়, 
জীবন যুদ্ধের পরিনামে।
"ঈশ্বর যা যোগ করে, 
মনুষ্য তা বিয়োগ না করুক "
নিয়তির কথা সুরে, 
চিরদিন চিরদূরে! 
বিয়োগের বসবাসের থেকে গেছে, 
বাকি জীবন একলা,- মালবিকা।।
এখন প্রেম আর জীবন সঙ্গী, 
মডেল অনুপাতে আপডেট হয়ে চলে,
খেয়াল খুশিতে হয় পরিবর্তন! 
আর যদি নিয়তির বিষাদ প্রবণতা, 
কখনো কাউকে তুলে নেই চিরতরে! 
বাকিজন একদন্ড অপেক্ষা করে না,
স্মৃতিগুলো মুছে ফেলে, 
আগুনেতে জ্বালায়ে ছাইয়ে।
নতুন বন্ধনের আবদ্ধ হতে,
কৃপণতা করে না সময় বিনষ্টতায়। 
এখন প্রেম বুঝি জোয়ার ভাটার,
অনুকূলে হয়েছে বিলীন।
শোক তাপ বলে কিছু নেই,
এখন শুধু আবেগের দৈন্যতায়, 
আয়োজনে পালনের খেলা।।
স্মৃতি হ্রাস।

No comments: