একটু খানি ছায়া
কল্যানী ব্যানার্জ্জী
১০.৪.২৪.
একটু ছায়া দেবে আমায়
ভীষণ ক্লান্ত আমি।
ক্লান্ত স্থলিত চরণ আর চলতে চায়না
একটু ছায়া চাই ;শান্তির ছায়া।
জীবনের সারাটা পথ ;তপ্ত রোদ্দুরে শুধু ছুটে গেছি
এমন একটু ছায়া পাইনি ;যার নিচে দাঁড়িয়ে একটু
বিশ্রাম নেব।
কোথায় গেল সেই পাতা ভরা গাছগুলো
যাদের ছায়ায় দাঁড়িয়ে একটু শান্তি পেতাম।
নেই ;নেই জীবনেও নেই সেই মহীরুহ গুলি
ছায়ার আশ্রয় নিয়ে দাঁড়িয়ে
পথের দু পাশেও নেই একটু বিশ্রাম নেবার মতো ছায়া।
পুরো রাস্তাটা অজগরের পিঠের মতো
রোদ্দুরে চক চক করছে।
পুড়িয়ে দিচ্ছে পথচারীদের
নেই একটু ছায়া ঘেরা বিশ্রামের জায়গা।
তাইতো মানুষ এখন এই তপ্ত জীবনে বা তপ্ত পথে
চলতে চলতে একটু ছায়া না পেয়ে ;
মুখ থুবড়ে পড়ছে আর উঠতে পারছেনা
হসপিটালে তাদের মৃত বলে ঘোষণা করছে।
দেবে একটু ছায়া? বড় প্রয়োজন চলতে চলতে
একটু ছায়ার নিচে বিশ্রামের।
জীবনের পথেই হোক বা চলার পথে
বড় প্রয়োজন একটু শান্তির ছায়া।
No comments:
Post a Comment