Sunday, April 14, 2024

ক্ষুদ্র বিন্দু -- চন্দনা কুন্ডু

 ক্ষুদ্র বিন্দু
চন্দনা কুন্ডু 
১০/০৪/২০২৪
কী আছে,  ঠাকুর ‌ তোমার হাতের মুঠোয় !
হৃদয়ে আমার ডানা ভাঙার ছটফটানি ।
এত‌ সুখ আছে, এত আনন্দ ‌আছে 
সে আনন্দ চিরস্থায়ী নয়, সব অস্থায়ী সঞ্চয় ।
তবু যে সুখের পনে মন যেতে চায় !
হাজার প্রশ্নের ভিড়ে লেখা দয়াল তোমার সুমুখে ।
কি, আছে তোমার মুঠো করা‌ হাতে ?
ঠিক যেন তীর ছুঁড়ে পথের গভীরে যাওয়া আসা ।
একের পর এক অসংখ্যবার, এরই উত্তর হাতড়াই ।
সকাল সন্ধ্যা পথের পথিক হব ক্লান্তিহীন পায়ে,
আবার তোমার সঙ্গী হব সূর্য অস্ত গেলে 
আত্মদীপ আলোকিত করো, অন্ধকার দূরে রেখে ।
কী আছে তোমার মুঠোয় ! সযতনে রাখো ধরে বুকে
মন করে তোলপাড়,হাজার বছরের অপেক্ষা ।
বিমূর্ত উজ্জ্বলজ্যোতি, এ তোমারই আভা 
ধীরে ধীরে সেই অনির্বাণ দ্যুতির প্রকাশ ।
কোথা থেকে এত আলোয় উদয় হয়
কান্নাভেজা কন্ঠে অস্ফুট উচ্চারণে আমার  প্রার্থনা 
ওই হাতের মুঠো থেকে এক মুঠো আশীর্বাদ দিও প্রভু ।

No comments: