Monday, April 29, 2024

ছেড়ে যেতে হবে -- কাকলি

ছেড়ে যেতে হবে
কাকলী
০৮/১১/২৩
ছেড়ে আসতে হয়, যখন পরিস্থিতি অচেনা হয়ে যায়,
ছেড়ে আসতে হয় যখন সময় বলে দেয়,
ছেড়ে আসতে হয়, তবু কিছু পিছুটান থেকে যায়,
ঝরে যাওয়া গাছের পাতায় স্মৃতির ছবি,
রঙওঠা দেওয়ালে ভাবনার আঁকিবুঁকি,
ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডারের পাতা,
পুরানো ভালোবাসা, তবুও ছেড়ে দিতে হয় তাকে,
ধূলোমাখা স্মৃতির পাহাড় থেকে যদি কোনো অনুভূতি জেগে ওঠে,
ছেড়ে দিতে হয় তখন সময়কে সময়ের হাতে,
যত বেশি আগলে রাখবো ভাববে ততবেশি দূরে চলে যাবে,
একটা সময়ের পর আলো নিভিয়ে আঁধারের অপেক্ষাতে,
ছেড়ে এলেও কিছু মুহূর্ত পিছন ছাড়েনা কিছুতেই,
ছাড়ে না তো অনেক কিছুই, বুকের ভিতর জমানো ক্ষত,
গভীর রাতের নীরব গল্প যত,
বলা নাবলা কথার পাহাড়, নিঃশব্দে ঝরে যায় বার বার,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় চোখের কাজল অপেক্ষায় ঘেঁটে যায়,
তারপরেও ঘুমন্ত রাতে যদি চাঁদ আসে বিছানাতে, চুমা এঁকে যায় কপালেতে,
বাকি কথা লেখা আছে চাঁদের আঁচলেতে,
নির্জন বনের আঁধারেতে যদি চাঁদ এসে বসে পাশে,
যদি নদী কথা বলে ঢেউয়ের সাথে,
যদি আকাশের তারারা আলো জ্বালে,
যদি ছাতিম ফুলের গন্ধ মাখা স্বপ্ন রাত হয়,
তবুও ছেড়ে আসতে হবে তাকে, মুছে ফেলতে হবে জীবন থেকে,
সময়ের সাথে সময়ের কাটা ছেঁড়া, সময় নিজেই যে বড়ো একলা,
তোমার আঁচলে ধুপছায়া রোদ খোঁজে কমলা বিকেল,
বুকের ভেতর যতই উঠুক ঢেউ, তবু তাকে ছেড়ে যেতে হবেই।

No comments: