রক্তদান
লিয়াকত সেখ
০৭,১১,২৩
বাঁধলে দেহে রোগের বাসা
ভেঙে যাবে সকল আশা
নাহি পেলে রক্ত,
রক্ত দানে নেই যে ক্ষতি
থাকে যদি ধর্মে মতি
মনটা করো শক্ত ।
মানুষ হয়ে আসলে ভবে
মানবতা থাকতে হবে
তবেই জীবন ধন্য,
পরের বিপদ দেখে দূরে
যায় পালিয়ে মুখটি ঘুরে
স্বভাব তাদের বন্য ।
রক্তদানে খুশি মনে
জয়ী হলে রোগের রণে
সমাজ হবে আলো,
রক্তদানে বিমুখ যারা
আসল মানুষ নয় গো তারা
মনটা আঁধার কলো ।
সবাই মিলে এসো বলি
রক্ত দিতে ক্যাম্পে চলি
হাসি নিয়ে মুখে,
রক্তদানে নেকির খাতা
পূর্ণ হবে সকল পাতা
শান্তি পাবে বুকে ।
No comments:
Post a Comment