Sunday, April 21, 2024

হায়রে ভকতি -- খসরু ভাস্কর

হায়রে ভকতি!
খসরু  ভাস্কর 
১৬/০৪/ ২০২৪ খৃঃ 
ইট পাথর ও খড়কুটোর মাঝে বেঁধেছো ঈশ্বর 
লতাপাতায় গড়ে তোলো বিশ্বাস-স্বপ্নের-ঘর ! 

দামী খাবার ভালো আসন রেখে দাও কার তরে, 
সর্বশক্তিমান শ্মশান-গোরস্থানে রয় কেমন করে ? 

ঘোড়া হাতিতে রথে দেবতা! পুজারী চড়েন গাড়ি, 
কলার ভেলায় চড়েন দেবী যান নাকি শশুর বাড়ি! 

চৌদ্দ তলার প্রাসাদে থেকে মাথা নত করো নীচে
রাজাধিরাজ ত্রিজগৎ পতি, জীবন করলে মিছে।

রাস্তায় ঘুমায় বিশ্ববিধাতা ভাবলোকে রয় প্রাসাদে, 
পানশালায় ওড়ে অর্থ, কেউ ক্ষুধার জ্বালায় কাঁদে! 

এই যদি হয় সভ্যতার সমাজ--- ঝেঁটিয়ে দূর করো
ধর্ম শিক্ষা বিস্তার করেও আজিকে যুদ্ধ করে মরো।

No comments: