Sunday, April 21, 2024

বসন্ত কাল -- বনানী সাহা

 বসন্ত কাল 
 বনানী সাহা 
১৯/০৪/২০২৪
ভ্রমরের গুনগুন --
নূপুরের রুনঝুন --
শুনে শুনে, দিন কাটে --
বসন্ত কাল টা তে ।

ফুলে ফুলে প্রজাপতি --
পাখা রঙ বাহারি --
রূপে রঙে ভরে দেয় ,
ফাগুনের বেলা টায়।

লাল শিমূল ,কৃষ্ণ চূড়ায় --
লালে লাল রঙ মাখায়।
যেন শুরু ফাগের খেলা ।
মনে করে দেয় এই বেলা ।

কোকিলের কলতান--
ভরে দেয় মন প্রাণ ।
দক্ষিণা বাতাস আর সুনীল আকাশ --
দেখে মনে আসে, কল্পনা একরাশ !

হৃদয়ে লাগে রঙের পরশ !
মনময়ূরী পাখনা মেলে হরষ --
হৃদয়ের বিচরণ কল্পনায় ---
বাস্তবের সাথে যেন ,এক রেখায় মিলায় !

No comments: