Sunday, April 14, 2024

আচ্ছা ভাবুন তো -- প্রণব চৌধুরী

আচ্ছা ভাবুন তো ?
প্রণব চৌধুরী
০৬, ০৪, ২০২৪,
আচ্ছা ভাবুন তো ?
মিথ্যাবাদী মিথ্যুক রা যদি,
মিছে, মিছে দেয় মিশিয়ে মিশ্রির মিশ্রনে বালি,
তবু মানুষ, ফিরে না হুঁস,
মানের মর্যাদা তে লাগিয়ে মলম,
মনের মরমের মন মন্দিরের মসনদে,
মলিন মশারি বিছিয়ে,
তারা সকলেই নতজানুতে মানসিংহ,
মনে করে মলয়ে তাদের মন্ত্র আজও মহীয়ান !

ভেবো না,
ইতিহাস কিন্তু প্রতাপাদিত্য কেই পরম পর্যায়ে পৌঁছে দিয়েছে পারদের উচ্চতায় ৷
পরশুরাম মাতৃহন্তা হয়েও
এই পৃথিবীকে পনেরো বার পরাস্ত করেছিল,
পুরাণের পুঁথি তাই বলে প্রতিবার,
প্রতিজ্ঞা ও প্রতিভাকে যতই পৃথক করে রাখুক না কেনো,
প্রতিবাদী দের প্রতিশ্রুতির প্রখরতার প্রতিবিম্ব,
প্রাণ প্রতিষ্ঠা করেছে যে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে,
ওহে প্রতিকুর,
আনতে পারবে না প্রলয় এই মিথ্যার প্রাচীর কে ভেঙ্গে দিয়ে ?
পরিজনরা যে আজ পর্যুদস্ত,
প্রতীক্ষায় পলে পলে ৷

আগুনের অগ্নিত্ব যদি হয় অচ্ছুত,
আশমানে অবলোকনে অশণী তবে,
আগামীতে আগাম বার্তার আগমনের আগমনি গানে আনবে না অসীমের আহ্বান ?
অপমানের অন্ন তো আসন্ন তে হবে কি অবগাহন ?
কি বলো অনির্বাণ ?
আসলে,
আশার অসিতে আলস্যের অবশতা নয় তো অমলিন আজ ?
আকাশকুসুমের ধরেছে আজ অনিদ্রা,
তাই আজ কে তার অতীত মনে হয় ৷
অবণী তো রীতিমত অবাক,
বলে কোনটা অভিনয়,
কোনটা আসল,
অভিনেতা রা যখন নেতার আসনের অভিপ্রায়ে আসীন |

সত্যি সেলুকাস !
সবে তো সকাল,
শত সহশ্র অর্কবিন্দু যখন হবে সপ্রতিভ,
তখন সর্যের ফুলে সখা ও সখীদ্বয় ঝুলন যাত্রায় ঝুলবে না তো  ?
সবিশেষে সর্বনাশ তার সলতে গুটিয়ে নিয়ে,
সবকিছু শুকিয়ে,
সেলুট মেরে বলবে না তো,
সবিণয়ে নিবেদন,
সত্যি সত্যি সেলুকাস,
এইটাই তো স্বাধীন ভারত ৷

No comments: