Sunday, April 28, 2024

তুমি ডাকলে বলে -- বিজন রায়

তুমি ডাকলে বলে
বিজন রায়
৩/১/২০২৪
 তুমি ডাকলে বলে পেরিয়ে এসেছি
 হাজার মাইল পথ-
 পাহাড় ঝর্ণা কত গ্রাম শহর
 দুর্ভেদ্য জনপদ। 

 তুমি ডাকলে বলে গোলাপ বাগানে
 ফুটেছে নতুন কুঁড়ি-
 বাসন্তিকা খুলেছে দুয়ার
 গুমোট দিয়েছে আড়ি। 

 তুমি ডাকলে বলে বন্ধা নদীতে
 জুয়ার লেগেছে ক্ষীণ-
 আকাশ পারের আঁধার কেটেছে
 এ,মন হয়েছে রঙিন। 

 তুমি ডাকলে বলে অতীতটা আজ
 পেয়েছ নতুন জীবন-
 স্বপ্নেরা সব করে আনাগোনা
 মন হলো উচাটন। 

 তুমি ডাকলে বলে থিতুনো সময়ে
  সুপ্ত তারুন্য জাগে-
 নিরাশার মাঝে দীপ্ত আশারা
 তোমার পরশ মাগে।

 তুমি ডাকলে বলে হাজার মাইল
 কন্টক পথ ধরে-
 এগিয়ে চলেছি নব প্রেরণায় 
 তোমাকে স্মরণ করে। 

 তুমি ডাকলে বলে অস্ত্র রবি
 এখনো হয়নি ম্লান-
 তুমি ডাকলে বলে স্মৃতির অতলে
 জাগে তেইশের গান।

No comments: